রায়গঞ্জ:—প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সীর মূর্তি স্থাপন করে শ্রদ্ধা জানালো তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। শুক্রবার জাতীয় জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসের পূণ্যলগ্নে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে চৌরাস্তায় প্রয়াত সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর পূর্নাবয়ব ব্রোঞ্জ মূর্তির স্থাপন করল রায়গঞ্জ পুরসভা। প্রয়াত শ্রদ্ধেয় কংগ্রেস নেতার মূর্তি উন্মোচন করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি ও সুশীল গোস্বামী।
প্রসঙ্গত, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ১০ বছর রায়গঞ্জের সাংসদ ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। কেন্দ্রে তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী সহ একাধিক দপ্তরের মন্ত্রীত্ব সামলেছিলেন এই দক্ষ রাজনীতিবিদ। সাংসদ ও মন্ত্রী থাকাকালীনই ২০০৮ সালে গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ রোগভোগের পর ২০১৭ সালের নভেম্বর মাসের শেষদিকে মৃত্যু হয় তাঁর। তিনি একজন বিচক্ষন সর্বজনপ্রিয় রাজনৈতিক নেতা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাঁকে শ্রদ্ধা জানাতে রায়গঞ্জ শহরে তাঁর মূর্তি বসাচ্ছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রিয়রঞ্জন দাশমুন্সীকে সকলে শ্রদ্ধা করেন। রায়গঞ্জের মানুষের কাছে প্রিয়বাবু চিরস্মরণীয় করে রাখতেই আমাদের এই উদ্যোগ।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সীর মূর্তি স্থাপন করে শ্রদ্ধা জানালো তৃনমূল কংগ্রেস...