প্রেমিকের হাত ধরে নাবালিকা দুই ভিনদেশে পাড়ি দেবার আগেই পুলিশের হাতে উদ্ধার ২ নাবালিকা, শীতল চক্রবর্তী বালুরঘাট১ জুন : প্রেমিকের হাত ধরে ভিন রাজ্যে পাড়ি দেবার আগেই দুই নাবালিকা প্রেমিকাকে উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকাদের এদিন বালুরঘাট সিডাব্লুউসিতে পাঠানো হয়।
তপন থানার পুলিশ সূত্রে খবর,প্রায় ১৫ বছর বয়সি এক নাবালিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় দিল্লির এক যুবকের। মনের মানুষের সঙ্গে ঘর বাধার স্বপ্ন নিয়ে নাবালিকা প্রেমিকাকে ভিন রাজ্যের প্রেমিককে খুঁজছে বাড়ি ছাড়ে। এদিকে নাবালিকা মেয়েটি সকালে বাড়ি থেকে বের হলেও সন্ধ্যায় ফেরেনি। নাবালিকা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। নাবালিকা মেয়ে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজন তপন থানায় নিঁখোজের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে রাতেই তপন থানার পুলিশ তদন্ত নেমে মালদা স্টেশনে পৌঁচ্ছায়।এরপর জিআরপি পুলিশের সাহায্যে নাবালিকা পুলিশ উদ্ধার। নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বংশীহারী থানার আরো এক নাবালিকা উদ্ধার করে পুলিশ।পুলিশ তাদের জিজ্ঞাসা করে জানতে পেয়েছে তাঁরা দিল্লির যাবার পরিকল্পনা করেছিল। এদিন দুই নাবালিকাকে সিডাব্লুউসিতে পাঠানো হয়েছে।দুই নাবালিকা কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে ছিল? নাকি শুধু প্রেমের মহে পড়ে মনের মানুষের সঙ্গে ঘর বাঁধতে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছিল?সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরক্ত পুলিশ সুপার গামীন ইন্দ্রজিৎ সরকার ও গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারি দীপায়ন ভট্টাচার্য বলেন,”পুলিশ দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিয়েছে।দুজন নাবালিকাকে উদ্ধার করে সিডাব্লিউসিতে পাঠানো হয়েছে।পুলিশ পুরো ঘটনার তদন্ত করে দেখছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর প্রেমিকের হাত ধরে নাবালিকা দুই ভিনদেশে পাড়ি দেবার আগেই পুলিশের হাতে উদ্ধার...