প্রায় ১৮ ঘন্টা পর জলপাইগুড়ির রাজবাড়ি দীঘি থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া রানা বসাকের দেহ

0
158

জলপাইগুড়ি:-

প্রায় ১৮ ঘন্টা পর জলপাইগুড়ির রাজবাড়ি দীঘি থেকে উদ্ধার হলো তলিয়ে যাওয়া রানা বসাকের দেহ। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃত যুবকের নাম রানা বসাক। বজরাপাড়ার বাসিন্দা ওই যুবক বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে স্নান করতে রাজবাড়ী দীঘিতে নেমেছিলো। ভরা বর্ষায় দীঘির জল পরিপূর্ণ থাকে। স্নান করার সময় রানা বসাক নামে ওই যুবক দীঘির মধ্যখানে চলে যায়। বন্ধুরা নিষেধ করলেও সে শোনেনি। এরপরই সে দীঘির অতল জলে তলিয়ে যায়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন জলপাইগুড়ি পৌরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বেপ্রাপ্ত চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরুপ মণ্ডল এবং সিভিল ডিফিন্স কর্মীরা। দীঘিতে বোট নামিয়ে তল্লাশি চললেও দেহ উদ্ধার হয়নি। রাত হয়ে যাওয়ায় তল্লাশি অভিযান বন্ধ রাখতে হয়। বৃহস্পতিবার ফের তল্লাশি শুরু হয়। এদিন ঘন্টা তিনেক তল্লাশির পর দেহ উদ্ধার ওই যুবকের।

ভিস বাইট👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here