আলিপুরদুয়ারঃ প্রার্থী নিয়ে কালচিনিতে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ অব্যাহত । বিজেপির কালচিনি মণ্ডল কার্যালয় বন্ধ করে দিল কর্মীরা ।এমনকি মণ্ডল অফিসের সামনে বিজেপি দলীয় পতাকাও খুলে দিল বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সকাল থেকে কালচিনি এলাকার বিজেপি কর্মী সমর্থকরা কালচিনি তিন নং চৌপথিতে স্থিত বিজেপি কারয্যালয়ে জমায়েত হতে শুরু করে। বিজেপির কর্মী সমর্থকরা জানান আমরা বিশাল লামাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছিনা আমরা প্রার্থী বদল চাই । আমাদের দাবী দলীয় পুরাতন কাউকে প্রার্থী করা হক ।