শীতল চক্রবর্তী,হরিরামপুর ২৬ জুলাই দক্ষিণ দিনাজপুর:- প্রায় ১৫ দিন ধরে স্কুলের মিড ডে মিল না পেয়ে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা।ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ন গ্রাম পঞ্চায়েতের লোহুচর উচ্চ বিদ্যালয়ের।এলাকাবাসীদের অভিযোগ,বহুদিন ধরে মিড ডে মিল বন্ধ রয়েছে তা চালু করতে হবে।সেই সঙ্গে স্কুলের পঠন পাঠানের মান ফিরিয়ে আনতে হবে।পরে ঘটনায় এদিন গ্রাম গ্রামবাসীরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আটকে রাখেন। হরিরামপুর থানার পুলিশ ও ব্লকের যুগ্ম বিডিও আশ্বাস দেন যে,খুব তাড়াতাড়ি সমস্যা স্কুলের এই মিড ডে মিলের সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
হরিরামপুর ব্লকের লহুচর উচ্চ বিদ্যালয়টিকে নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অভিযোগে সরব হন এলাকাবাসীরা। স্কুল সূত্রের খবর, স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা নেহাতই কম নয়। দীর্ঘ ১৫ দিন ধরে স্কুল চললেও ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল রয়েছে বন্ধ। এলাকার গ্রামবাসীরা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কোন কর্ণপাত করেননি বলে অভিযোগ তাদের। বুধবার বহু ছাত্র-ছাত্রী স্কুলে এসেছিল।সেই সময় স্কুলের আশপাশের ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্কুলের ছাত্রছাত্রীরা অভিভাবকদের সঙ্গে স্কুলের মিড ডে মিল থেকে বঞ্চিত হওযায় তারাও আন্দোলন শুরু করেন। বুধবার দুপুরে অভিভাবকেরা স্কুলের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখতে থাকেন।প্রায় তিন ঘন্টা ধরে বিক্ষোভকারীদের আন্দোলন চলতে থাকে।
এবিষয়ে স্কুলের দুই এলাকাবাসী তথা ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবক মমিনুল হোসেন ও সৈয়দ জুলফিকার আলী শেখ অভিযোগ করে বলেন, সরকারি মিড ডে মিল ১৫দিন ধরে বন্ধ। স্কুল থেকে প্রশাসনে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই ছাত্র-ছাত্রীদের কথা ভেবে স্কুলের গেটে তালা মেরে আন্দোলনে নামা হয়েছে। আমরা চাই মিড ডে মিল স্কুলে চালু হোক সেই সঙ্গে স্কুলের পঠন-পাঠন আরো উন্নত হোক। ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যান হরিরামপুর থানা পুলিশের পাশাপাশি ব্লকের যুগ্ম বিডিও তাপস ঘোষ। তারা গিয়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে সমস্যা মিটানোর চেষ্টা করেন।
এবিষয়ে হরিরামপুর ব্লকে যুগ্ন বিডিও বলেন,মিড ডে মিল পাবেন ছাত্র ছাত্রীরা, কোন একটি কারণে সমস্যা হয়েছে।তা মিটেও যাবে।
পরে পুলিশ ও যুগ্ম বিডিও আশ্বাসে পুনরায় মিড ডে মিল চালু হবে বলে কথা দিলে আন্দোলন তুলে নেন গ্রামবাসীরা। এখন দেখার এটাই কবে নাগাদ মিড ডে মিল চালু হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।