প্রায় দশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল

0
109

হরিরামপুর: রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুলিশ এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে প্রায় দশটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল।

পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হারানোর একাধিক অভিযোগ জমা পড়েছিল থানায়। সেই ভিত্তিতে তদন্তে নামে হরিরামপুর থানার একটি বিশেষ দল। প্রযুক্তির সাহায্যে এবং নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে অবশেষে দশটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় তারা

আজ থানার চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েন ফোন হারানো ব্যক্তিরা। অনেকেই থানার পুলিশকর্মীদের ধন্যবাদ জানান এই উদ্যোগের জন্য।

স্থানীয়দের মতে, পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here