প্রাপ্য গ্যাচুইটি প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্না অবস্থান বিক্ষোভে সামিল অবসরপ্রাপ্ত শ্রমিকেরা

0
234

আলিপুরদুয়ার কারো বয়স ৭০ কারো ৭২ কারো ৬৮ এমন প্রায় ২০০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক নিজেদের প্রাপ‍্য গ‍্যাচুইটি প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন‍্য ধর্ণা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে।
ডুয়ার্সের আটিয়াবাড়ি চা বাগানের শ্রমিকরা অবসরের পর নিজেদের প্রাপ‍্য গ‍্যাচুইটি পাচ্ছেনা। অবসর নেওয়ার পর বারো বছর হয়ে চলেছে কিন্ত গ‍্যাচুইটি পাচ্ছেনা অনেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা অনেক অবসরপ্রাপ্ত শ্রমিক আছে যাদের মৃত্যু হয়েছে কিন্ত নিজের প্রাপ্য গ‍্যাচুইটি টাকা বাগান কতৃপক্ষ প্রদান করছেনা।
সারা জীবন শ্রমিকরা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে চা বাগানে পরিশ্রম করে কিন্ত অবসরের পর নিজের হকের টাকা থেকে বঞ্চিত হচ্ছে।
নিজেদের হকের টাকা প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন‍্য আন্দোলনে সামিল হয়েছে বয়ষ্ক মানুষরা।
তারা জানান দাবি পূরণ না হ ওয়া ওবধি আন্দোলন চলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here