প্রশিক্ষণ নিতে এসে খাবার না পেয়ে বিক্ষোভ ভোটকর্মীদের। দক্ষিণ দিনাজপুরের পাচটি ভোট প্রশিক্ষণ কেন্দ্রে তুমুল উত্তেজনা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ মার্চ —– ট্রেনিং নিতে এসে খাবার নেই, তুমুল বিক্ষোভ ভোটকর্মীদের। শনিবার দুপুর থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিন দিনাজপুরের পাচটি ভোট প্রশিক্ষণ কেন্দ্রে। পরিস্থিতি স্বাভাবিক করতে মাঠে নামতে হয় পুলিশ ও জেলা প্রশাসনকে। জানা গেছে, জেলার সদর শহর বালুরঘাট সহ অনান্য প্রান্তে প্রায় পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে মোট ৬৪০৮ জন ভোট কর্মীর মধ্যে ৫৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। দুপুর গড়িয়ে বিকেল হতে চললেও ট্রেনিং নিতে আসা ভোট কর্মীরা খাবার না পেয়ে তুমুল ক্ষোভে ফেটে পড়েন। চলে সরকারী আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভও। যে ঘটনাকে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় ও বালুরঘাট কোয়েড কলেজ সহ একাধিক ভোট প্রশিক্ষণ কেন্দ্রে। যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। যাদের হস্তক্ষেপেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি, দেওয়া হয়েছে প্রত্যেক ভোটকর্মীকে খাবারের প্যাকেটও। সময় মতো খাবার না পৌঁছানোর কারনেই এমন বিশৃঙ্খলা, জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
বিক্ষোভকারী ভোট কর্মী সুব্রত কুমার দে ও শুভময় মিত্ররা বলেন, দুপুর থেকে বিকেল গড়ালেও ভোট কর্মীদের দুপুরের খাবার মেলেনি। যারই প্রতিবাদ জানিয়েছেন তারা।
অতিরিক্ত জেলাশাসক সুব্রত মহন্ত জানিয়েছেন, সময় মত খাবার না আসার কারণেই বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে স্বাভাবিক হয়েছে। সকল ভোট কর্মীদেরই দেওয়া হয়েছে খাবার।