প্রশাসনের নজর টানতে গ্রামের জলকাদায় বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করলেন গ্রামবাসীরা।

0
41

উত্তর দিনাজপুর:-বছরের পর বছর পঞ্চায়েত জনপ্রতিনিধিদের কাছে দরবার করে শুধু আশ্বাসই মিলেছে, কাজের কাজ কিছুই হয়নি। তাই, প্রশাসনের নজর টানতে গ্রামের জলকাদায় বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করলেন গ্রামবাসীরা। বুধবার দুপুরে এই ঘটনা কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের পূর্ব রামপুর ঢেঁলুয়াপাড়া গ্রামে। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের যাতায়াতের প্রায় দুশো মিটার কাঁচা মাটির রাস্তা প্রতিবছর বৃষ্টির জলে চলাচলের অযোগ্য হয়ে যায়। কাদামাটির রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল, বাইক অনেক দূরের কথা। হাঁটা পায়ে চলাচল করা দুস্কর। এই কাঁচা রাস্তা ঢালাই করার দাবি নিয়ে পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এবং জেলাপরিষদ সদস্য, সকলের কাছেই দরবার করা হলেও কাজ কিন্তু হয়নি।


তাই, পঞ্চায়েত জনপ্রতিনিধিদের উপর বিশ্বাস হাঁড়ানো গ্রামের বাসিন্দারা প্রশাসনের নজর টানতে বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করলেন। গ্রামের বধূ ফারহানা নাসরিন বলেন, জলকাদায় রাস্তার অবস্থা এমন যে বাচ্চারা বাড়ি থেকে বেড় হতেই পারছেনা। স্কুল যাতায়াতের সময় কাঁধে চাপিয়ে বাচ্চাদের নিয়ে যেতে হচ্ছে। প্রবীণহক বলেন, মেম্বার থেকে ধনকৈল পঞ্চায়েত প্রধান, জেলাপরিষদ সদস্য সবার কাছেই গেছি। হচ্ছে হবে, শুধু এই কথাই শুনে যাচ্ছি। কাজের কাজ কিছুই হয়নি।

ধনকৈল গ্রাম পঞ্চায়েত প্রধান ধৃতি রায় বর্মণ বলেন, এই রাস্তার কথা আমার জানা ছিল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here