শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 8 জুলাই দক্ষিণ দিনাজপুর:-প্রয়াত স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্টার ক্লাবের তরফে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বহু মানুষজনদের বিনামুল্যে আমিষ খাবরের ক্যান্টিনের উদ্ধোধন হল।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের নিউমার্কেটের তরুনের আহ্বান ক্লাবের তরফে এমন কর্মসুচী নিয়েছে নেওয়া হয়েছে, যা বৃহস্পতিবার গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সনের হাত দিয়ে শুরু হল ।সেখানে জেলা পরিষদের সভাধিপতি, পৌর প্রশাসক বোর্ডের সদস্য, প্রাক্তন কাউন্সিলার সহ ক্লাবের সম্পাদক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ক্যান্টিন চলবে বিনামুল্যে ১০দিন ধরে বলে যানা গিয়েছে। ক্লাবের এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন দুস্থ মানুষজনেরা।

গঙ্গারামপুর শহরের নিউ মার্কেটের তরুনের আহ্বান নামে এই ক্লাবটি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকমল মিত্রের হাত ধরেই গড়ে ওঠে। বর্তমানে এই ক্লাবটি সভাপতি রয়েছেন তাঁর পুত্র মন্ত্রী বিপুব মিত্র। সম্পাদক রয়েছেন দেব কুমার বাগচী৷এই ক্লাবের বহু সদস্য রয়েছেন তাঁরা বহু জায়াগায় ভালো পদে রয়েছেন। সারা বছর ধরেই গঙ্গারামপুর শহরের নিউ মার্কেটের তরুনের আহ্বান ক্লাব সমাজ সেবা মুলক কাজ করে যায়৷শ্যামা পুজোতেও এই ক্লাব উত্তরবঙ্গের মধ্যে সেরা পুজোর সুনাম অর্জন করেছে বহুবার।
বৃহস্পতিবার দুপুরে নিউ মার্কেটের তরুনের আহ্বান ক্লাবের তরফে করোনা কালে দুস্থ মানুষজনদের পাশে দাঁড়িয়ে ক্লাবের সদস্যরা ১০দিন ধরে বিনামুল্যে যে খাবার বিলি করবেন তাঁর ক্যান্টিনের উদ্ধোধন করা হয়।ক্যান্টিনের উদ্ধোধন করেন পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র, সেখানে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় ,প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন, পৌর প্রশাসক বোর্ডের সদস্য তুলসি প্রসাদ চৌধুরী ,আইনজীবী চিরঞ্জিব মিত্র,ক্লাবের সম্পাদক দেব কুমার বাগচী অন্যতম সদস্য সুমন রায়, সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের প্রথম দিনেই ২০০জন দুস্তদের হাতে আমিষ খাবার তুলে দেওয়া হয়।যা আগামী ১০দিন ধরে চলবে বলে ক্লাব সুত্রে যানা গিয়েছে।

পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র জানিয়েছেন, প্রয়াত স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্টাতা এই ক্লাবের সদস্যরা সারা বছর কাজ করে যান। ক্লাবের যিনি সভাপতি রয়েছেন তিনি রাজ্যের মন্ত্রীও বটে। তাঁর নির্দেশ পাবার পরেই ক্লাবের তরফে এমন উদ্যাগ নেওয়া হয়েছে। এই ১০দিনে বিভিন্ন ধরনের আমিষ খাবার বিলি করা হবে, যত জন দুস্থ মানুষজন আসবে ততজনকে খাওয়ানো হবে।

প্রয়াত স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্টাতা ক্লাবের সদস্যেদর এমন উদ্যাগকে সাধুবাদ জানিয়েছেন দুস্থ মানুষজন সহ সকলেই।