প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে রাধিকাপুর-ব্যাঙ্গালোর(এসএমভিটি) নতুন ট্রেন

0
34

ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে শনিবার উদ্বোধন হতে যাচ্ছে রাধিকাপুর-ব্যাঙ্গালোর(এসএমভিটি) নতুন ট্রেন। উত্তর দিনাজপুর, বিশেষ করে রায়গঞ্জ মহকুমা বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে রাধিকাপুর-ব্যাঙ্গালুরু(এসএমভিটি) ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত দিয়ে আসাম ও বাংলার মধ্যে চলাচল করা দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে। শনিবার দুপুরে, উত্তরবঙ্গের মালদা রেলস্টেশন উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে দেশের প্রথম বন্দেভারত সহ আরোও কয়েকটি নতুন ট্রেনের সূচনা করবেন।
মালদায় রেলের মুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছাড়াও রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্ত রায় সহ উত্তরবঙ্গের বেশকিছু বিধায়ক থাকছেন। অন্যদিকে, রাধিকাপুর-ব্যাঙ্গালুরু ট্রেনের উদ্বোধন ঘিরে রাধিকাপুর ছাড়াও কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ রেলস্টেশনেও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শুক্রবার, দুপুরে রাধিকাপুরে সেই প্রস্তুতি খতিয়ে দেখেন সাংসদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here