প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ, পরিযায়ী শ্রমিকদের গ্রামপঞ্চায়েতের মাধ্যমে এলাকায় কাজের ব্যাবস্থার প্রতিবাদে গন ডেপুটেশন কর্মসূচি পালন

0
696

উত্তর দিনাজপুর:—প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদ, পরিযায়ী শ্রমিকদের গ্রামপঞ্চায়েতের মাধ্যমে এলাকায় কাজের ব্যাবস্থা করা এবং বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলোর প্রতি রাজ্য সরকারের বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে গন ডেপুটেশন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে। পরে একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল রায়গঞ্জ বিডিও রাজু লামার কাছে স্মারকলিপি প্রদান করে। বিজেপির এই রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা করা হয়। তবে বিজেপির এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

সোসিও ইকোনমি সার্ভের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় গ্রামগঞ্জের গরীব আশ্রয়হীন মানুষদের ঘর দেওয়ার কথা থাকলেও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে সেই সার্ভেতে বেছে বেছে তৃণমূল কর্মীদের ঘর দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। পুনরায় সার্ভে করে রাজনৈতিক রঙ না দেখে প্রকৃত গরীব নিরাশ্রয় মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। সোমবার রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক। জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, রাজ্য সরকার তথা ব্লক প্রশাসন প্রকৃত গরীব মানুষদের বঞ্চিত করে তৃণমূল কর্মীদের ঘর বিলি করছে। আমাদের দাবি পুনরায় সোসিও ইকোনমি সার্ভের মাধ্যমে গ্রামের প্রকৃত গরীব মানুষদের এই প্রকল্পের আওতায় আনতে হবে। এছাড়াও কেন্দ্রীয় সরকার লকডাউনে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামেই কাজের জন্য গ্রাম পঞ্চায়েত গুলিকে টাকা বরাদ্দ করলেও পরিযায়ী শ্রমিকেরা গ্রামে কাজ না পেয়ে আবারও ভিনরাজ্যে কাজে চলে যাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের গ্রামপঞ্চায়েতের মাধ্যমে গ্রামেই কাজের ব্যাবস্থা করতে হবে। এর পাশাপাশি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলির সাথে বিমাতৃসুলভ আচরন করছে রাজ্য সরকার। উন্নয়নের টাকা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলিকে বরাদ্দ করছেনা। এরই প্রতিবাদে সোমবার রায়গঞ্জ বিডিও অফিসে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here