পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৭ সেপ্টেম্বর — প্রধানমন্ত্রীর ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন পতিরামে। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আট টিমের ওই ফুটবল প্রতিযোগিতা। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগেই এই খেলার আয়োজন হয়।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে পতিরাম পিএইচ এস ৯২ এবং পতিরাম হাইস্কুল। স্বল্প সময়ের ওই খেলায় ট্রাই ব্রেকারে এদিন চাম্পিয়ন হয়েছে পতিরাম হাইস্কুল। বিশ্বকর্মা পুজোর দিনে অনুষ্ঠিত এদিনের ওই ম্যাচ দেখতে ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের। এদিন খেলা শেষে মোদি কাপের চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্স টিমকে ১০ হাজার টাকার আর্থিক পুরষ্কার তুলে দিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরেই মোদি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল।