প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাতদিন ব্যাপী সবলা মেলার আয়োজন বালুরঘাটে। ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন মন্ত্রী বিপ্লব মিত্রের।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৮ জানুয়ারী ——— প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে সাতদিন ব্যাপি সবলা মেলার আয়োজন বালুরঘাটে। সোমবার বালুরঘাট হাইস্কুল মাঠে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। যেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইজি প্রসূন ব্যানার্জি, কুশমন্ডির বিধায়িকা রেখা রায়,দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রথমেই ফিতে কেটে মেলার সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র। এরপরেই বিশিষ্টজনেদের উপস্থিতিতে করা হয় প্রদীপ প্রজ্জ্বলন। প্রায় ৫৮ টি স্টল বিশিষ্ট এই মেলায় জেলার বিভিন্ন স্বনির্ভর দলের মহিলারা তাদের তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন এই সবলা মেলায়। তবে এ দিনের এই অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ও উৎসাহ ছিল যথেষ্টই চোখে পড়ার মতো।