ইসলামপুর:-প্রতি মাসের ইনসেনটিভ প্রতি মাসেই মিটিয়ে দেওয়ার দাবীতে সরব হয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কর্মীরা প্ল্যাকার্ড ব্যানার হাতে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল করে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে পৌছে বিক্ষোভ প্রদর্শন করে। ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাস ধরে ইসলামপুর মহকুমার অধিকাংশ ব্লকে আশা কর্মীদের ইনসেনটিভ মেলেনি। চলতি মাসের মাসিক ভাতাও প্রদান করা হয়নি। কোভিড পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন করে সাধারন মানুষের পরিষেবায় একজন দিনরাত অক্লান্ত পরিশ্রম করে গেলেও তাঁদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া তো দূরের কথা পারিশ্রমিকও ঠিকঠাক প্রদান করা হচ্ছে না। ইসলামপুরের মহকুমা শাসককে আগে জানিয়ে এদিন ডেপুটেশন দিতে এলে মহকুমা শাসকের অনুপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের হাতে স্মারকলিপি প্রদান করেন আশা কর্মীরা। আন্দোলনের ভয়েই মহকুমা শাসকের অনুপস্থিতি বলেই দাবী আশা কর্মীদের। মূলত সমস্ত বকেয়া ইনসেনটিভ প্রদানের পাশাপাশি প্রতি মাসের ইনসেনটিভ প্রতি মাসে প্রদান সহ স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, নিরাপত্তার ব্যবস্থা, ২১ হাজার টাকা মাসিক ভাতা সহ নয় দফা দাবীতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। অবিলম্বে এই দাবী না মানা হলে বৃহত্তম আন্দোলনের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি মাধবীলতা পাল।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর প্রতি মাসের ইনসেনটিভ প্রতি মাসেই মিটিয়ে দেওয়ার দাবীতে সরব হয়ে ইসলামপুর মহকুমা...