প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংএর জনসভাকে ঘিরে জোর প্রস্তুতি বালুরঘাটে, সভাস্থল ও শহর ঘুরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

0
565

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি—-  বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিন দিনাজপুর জেলায় আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পরিবর্তন যাত্রা ও প্রকাশ্য সভার মধ্যদিয়ে জেলায় গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপি নেতৃত্বরা। নাম ঘোষণা না হলেও শুক্রবার দলের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে আসছেন রাজনাথ সিং। নির্বাচনের আগেই কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রীর নির্বাচনী সভাকে ঘিরে প্রায় শেষ মুহুর্তের প্রস্তুতি দলের নেতৃত্বদের। বালুরঘাট হাই স্কুল মাঠে জনসভা করার পাশাপাশি শহরজুড়ে পরিবর্তন যাত্রার রথে ঘোরার কথাও রয়েছে রাজনাথের। যাকে ঘিরে বৃহস্পতিবার জনসভাস্থল ঘুরে দেখেন বিজেপি নেতৃত্বরা। একই সাথে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমডি নাসিম কে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেন তার নিরাপত্তারক্ষীরা। বালুরঘাট শহর জুড়ে মাথার উপর দিয়ে থাকা বিদ্যুতের তার নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন মন্তীর নিরাপত্তারক্ষীরা। যদিও তার পরেই শহরজুড়ে তৎপরতার সাথে বিদ্যুৎ দপ্তরকে  সেগুলি সরানোর ব্যবস্থা করতেও দেখা গেছে।

     জেলা বিজেপি নেতা বাপি সরকার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তাদের হয়ে প্রচারে আসছেন। তার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি এদিন সভাস্থল ঘুরে দেখেছেন জেলা পুলিশ ও তার নিরাপত্তাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here