প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্তের আর্থিক প্রতিকূলতার খবর জানতে পেরেই তাঁকে আর্থিক সহায়তা করতে এগিয়ে এলেন রায়গঞ্জের তৃনমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যানী।

0
314

রায়গঞ্জ:-প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্তের আর্থিক প্রতিকূলতার খবর জানতে পেরেই তাঁকে আর্থিক সহায়তা করতে এগিয়ে এলেন রায়গঞ্জের তৃনমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন বিধায়ক কৃষ্ণ কল্যানী পর্না দত্তের বাড়িতে গিয়ে তার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি প্রতিশ্রুতি দিলেন পর্নার খেলোয়াড় জীবনে উন্নতির ক্ষেত্রে অর্থ কোনও বাধা হয়ে দাঁড়াবেনা। বিধায়কের কাছ থেকে আর্থিক সহায়তা এবং প্রতিশ্রুতি পেয়ে খুশী রায়গঞ্জের দুস্থ প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্ত ও তার পরিবার।


রাজ্যস্তরে ব্যাডমিন্টন স্টেট চ্যাম্পিয়নশিপে রানার আপ হওয়ার পর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের খেলায় অংশগ্রহন করার ক্ষেত্রে আর্থিক বাধা হয়ে দাঁড়িয়েছিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দুস্থ প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড় পর্না দত্তের। পেশায় সামান্য বেসরকারি সংস্থার কর্মচারী বাবার পক্ষে ব্যায়বহুল এই খেলার খরচ জোগানো সম্ভব নয়। সংবাদ মাধ্যমের কাছে পর্না দত্ত এবং উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের আবেদন ছিল কোনও সহৃদয় ব্যক্তি যদি পর্নার আগামীদিনের খেলার খরচ জোগানোর জন্য এগিয়ে আসেন যাতে সে ন্যাশনাল ও আরও উন্নততর প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলার সন্মান আনতে পারে। পর্নার এই আবেদন শুনেই তাঁকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসেন রায়গঞ্জের তৃনমূল বিধায়ক কৃষ্ণ কল্যানী। এদিন পর্নার বাড়িতে গিয়ে তাঁর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিধায়কের এই উদ্যোগে খুশী পর্না ও তার পরিবার এবং জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here