গঙ্গারামপুরে “প্রচেষ্টা” গ্রুপের উদ্যোগে কুনাইল গ্রামে শীতের মরশুমে প্রায় ১০০জন অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়, করা হলো মহিলাদের সচেতনতা শিবিরও-সাধুবাদ জানালেন সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ২৮ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৯ নম্বর চালুন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনাইল গ্রামে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে “প্রচেষ্টা” গ্রুপের উদ্যোগে শীতের মরশুমে প্রায় ১০০জন অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
একই দিনে সমাজসেবামূলক এই স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চমবর্ষ পূর্তি উপলক্ষে একটি সংক্ষিপ্ত উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচেষ্টা গ্রুপের সভাপতি প্রিয়াংশু দেব সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
জানা গিয়েছে, “প্রচেষ্টা” গ্রুপ মূলত ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে নিয়মিতভাবে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুর্গাপূজার সময় আশ্রমের শিশুদের নিয়ে পূজা পরিদর্শন,পূজাকালীন সময়ে অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণসহ নানা মানবিক কর্মসূচি রূপায়ণ করে থাকে এই সংগঠন।
এই সংঘটনের আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, “প্রচেষ্টা” গ্রুপের নিজস্ব নারী পরিচালিত সাব-ইউনিট ‘অগ্নিজা’এই ইউনিটের মাধ্যমে মহিলাদের ঋতুচক্র সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, কিশোরী ও নারীদের স্বাস্থ্যবিষয়ক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে প্রচেষ্টা গ্রুপের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। সংস্কার এক অন্যতম কর্মকর্তা বলেন,”আমরা এখন কাজ সারা বছর ধরেই করে যাব।”
Home Uncategorized প্রচেষ্টা” গ্রুপের উদ্যোগে কুনাইল গ্রামে শীতের মরশুমে প্রায় ১০০জন অসহায় ও দুঃস্থ...


























