প্রচুর অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

0
378

শিলিগুড়ি:-প্রচুর অবৈধ নেশার সামগ্রী সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে সোমবার রাত্রে এনজেপি থানার অন্তর্গত গোরামোর থেকে নেশার ঔষধ সহ দুই কুখ্যাত ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ধৃতদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকার অবৈধ নেশার ঔষধ উদ্ধার করে তারা।নেশায় মত্ত যুব সমাজ।বর্তমানে গাজা,ব্রাউন সুগার সহ নেশার ভিভিন্ন ঔষধে বর্তমানে আশক্ত যুব সমাজের একাংশ।অনেকে নেশার খপ্পরে পরে মানসিক বিকার গ্রস্থে হয়েছে পরিনত।পুলিশ লাগাতার এই ধরনের নেশার বিরুদ্ধে অভিযানে সামিল হলেও হাল ফেরাতে পারেনি এই সমাজকে।

তবে যুব সমজকে নেশায় জগতে ঠেলে দিতে সব থেকে যারা বেশি উতসাহিত করছে তারা হল এক শ্রেনীর অসাধু কিছু ব্যাবসায়ী।তাদের সাহায্যেই যুব সমাজের হাতে এসে পৌছে যাচ্ছে এই ধরনের নেশার সামগ্রী।সোমবার আরোও একবার এমনি গোরামোর থেকে দেব কুমার দাস ও অনিল মাহাতো নামক দুই অসাধু ব্যাবসায়ী ধরা পরে পুলিশী জালে।জানা গেছে তারা পশ্চিন ধনতলা ও মাটিগাড়ার বাসিন্দা।পুলিশ সুত্রে জানাগেছে দেব কুমার দাস দির্ঘ সময় ধরেই ডেভিড,দেবা,দেবরাজ সহ বিভিন্ন ভুয়ো নাম ব্যাবহার করে এই ব্যাবসা চালাতো।দির্ঘদিন ধরেই পুলিশ এদের খোজ চালাচ্ছিল।মঙ্গলবার ধৃত দুই ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here