শহরের একটি লজের সভাকক্ষে আয়োজিত এই সম্মেলনে রাজ্য নেতৃত্বের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দুই জেলা মিলিয়ে ৭০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল বেসরকারি স্বাস্থ্যপরিসেবার বর্তমান অবস্থা, স্বাস্থ্য সাথী প্রকল্পের বাস্তব প্রয়োগ এবং রোগী পরিষেবার মানোন্নয়ন। উপস্থিত সদস্যরা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে নানা প্রশাসনিক ও আর্থিক সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে রোগীদের দ্রুত ও স্বচ্ছ পরিষেবা দেওয়ার জন্য হাসপাতালগুলির ভূমিকা কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়।
রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, ছোট ও মাঝারি নার্সিংহোমগুলিকে টিকিয়ে রাখতে নীতিগত সহায়তা ও পরিষ্কার নির্দেশিকা জরুরি। চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিয়েও আলোচনা হয়। রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুরে ক্লিনিকাল এস্টাব্লিসমেন্ট লাইসেন্স রিনিউয়াল তিন বছরের জন্য করতে হবে। সম্মেলনে সিদ্ধান্ত হয়, সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব লিখিতভাবে জানানো হবে।
এই বার্ষিক সম্মেলন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের ভূমিকা আরও সুসংহত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন ।
উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সভাপতি আশুতোষ মণ্ডল। সম্পাদক কানাইলাল দাস। নর্থ বেঙ্গল জোনাল কো অর্ডিনেটর ডাক্তার অসিত কুমার মন্ডল প্রমূখ।























