পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ বালুরঘাটে, গরুর গাড়িতে করে প্রতীকি বর-বউকে শহর পরিক্রমা তৃণমূল নেতৃত্বদের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১১ জুলাই––– গরুর গাড়িতে প্রতীকি বর-বউ বসিয়ে শহর পরিক্রমা করে পেট্রোল ডিজেলের অভিনব প্রতিবাদ তৃণমূলের। একইসাথে মোটর বাইককে মৃত বানিয়ে রাস্তায় শুইয়ে রেখে জনসাধারণের দৃষ্টিও আকর্ষণ করা হয় । তুলে ধরা হয় তেলের দাম বৃদ্ধির কারণে গরুর গাড়ি করে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে বাবা । এদিন শহরের হিলি মোড়ে পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে মঞ্চ করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেতৃত্বরা। শেখর দাসগুপ্তের নেতৃত্বে চলা পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এমন আন্দোলন যথেষ্টই সাড়া ফেলে গোটা বালুরঘাট শহরে।

তৃণমূল নেতা শেখর দাসগুপ্ত জানিয়েছেন, দিনের পর দিন পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে । সাধারণ মানুষ নাজেহাল ।যার প্রতিবাদেই তাঁদের অভিনব আন্দোলনের আয়োজন করা হয়েছে ।