পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিরোধে কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমিয়েছে , দেশের অন্যান্য ২৩ টি রাজ্য পেট্রোল ডিজেলের জিএসটি ও ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পেট্রোল ডিজেলএর জিএসটি শুল্ক ছাড় দেয়নি। ফলে এরাজ্যে বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম জিএসটির আওতায় আনতে হবে এমনই দাবি নিয়ে জেলা জুড়ে পেট্রলপাম্পের সামনে বিক্ষোভ দেখালেন ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীরা। ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার জানান কেন্দ্র সরকার দাম কমিয়েছে রাজ্য সরকার দাম কমাচ্ছে না তাই প্রতিদিন এক ঘণ্টা করে জেলা জুড়ে পেট্রলপাম্পের সামনে বিক্ষোভ দেখাবেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাই আজ প্রথম দিনের বিক্ষোভ।