পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করল আইএনটিটিইউসি পরিচালিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনের ড্রাইভার্স অ্যাসোসিয়েশন।

0
419

রায়গঞ্জ:-পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ প্রদর্শন করল আইএনটিটিইউসি পরিচালিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিভিশনের ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। রায়গঞ্জ শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে রবিবার রাতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম, একই হারে বৃদ্ধি ঘটেছে ডিজেলের দামও। ফলে গনপরিবহন ব্যাবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে দেশজুড়ে। ডিজেল পেট্রোল সহ রান্নার গ্যাসের এই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটায় তার প্রভাব পড়েছে গনপরিবহন ব্যাবস্থায়। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির কারনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। নাভিশ্বাস উঠেছে সাধারন মানুষের। আর এরজন সম্পূর্ণভাবে দায়ী মোদীজীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকার। এরই প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছে কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দল থেকে শ্রমিক সংগঠন। এদিন রায়গঞ্জ শহরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপোর সামনে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে তৃনমুল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here