শীতল চক্রবর্তী বুনিয়াদপুর ১১জুলাই দক্ষিন দিনাজপুর-পেট্রোপণ্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে বিধানসভার বিভিন্ন জায়গায় তৃণমুল নেতৃত্বদের তরফে অবস্থান বিক্ষোভ বসে।রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট,ও হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুর হরিরামপুর সহ বেশ কয়েকটি জায়গায় একাধিক তৃণমুল নেতারা এমন আন্দোলনে নামে৷দলের তরফে দুদিনের কর্মসুচির শেষ দিনের আন্দোলন বলে যানা গিয়েছে।আন্দোলনে উপস্থিত থাকলেন জেলা তৃণমুল নেতা প্রশান্ত মিত্র সহ আরো অনেকেই।
এদিন দুপুরে বালুরঘাটের শহরের হিলি মোড়ে প্রট্রোলপাম্পের সামনে পেট্রোপণ্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে একাধিক তৃণমুলের নেতারা।সেখানে তৃণমুল নেতা শেখর দাসগুপ্ত সহ একাধিক তৃণমুল নেতারা উপস্থি ছিলেন৷ একাধিক বিষয়টি তুলে ধরে এমন প্রতিবাদ করা হয় বালুঘাট তৃণমূল কংগ্রেসের তরফে।

বালুরঘাটের তৃণমুল নেতা শেখর দাসগুপ্ত জানিয়েছেন, মানুষজনদের জন্য আমাদের সরকার আছে আর সব সময় থাকবে । সেই কারণে এমন আন্দোলনে নামা৷

পাশাপাশি একি ইস্যুতে হরিরামপুর বিধানসভার অন্তগত বুনিয়াদপুর শহর ও বংশীহারী ব্লক তৃণমুল কংগ্রেস কমিটির তরফে বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে পেট্রোপণ্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে একাধিক তৃণমুলের নেতারা ।সেখানে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,সহকারী সভাধিপতি ললিতা টিগগা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারপার্সন তথা জেলা তৃণমুল নেতা প্রশান্ত মিত্র, বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু ,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা রায়,সহকারী সভাপতি গনেশ প্রসাদ সহ একাধিক ব্লক ও টাউন তৃণমুলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা তৃণমুল নেতা কথা গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন প্রশান্ত মিত্র ও ব্লক তৃণমুল নেতা গনেশ প্রসাদ জানিয়েছেন, পেট্রোপণ্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই অবস্থান বিক্ষোভ আন্দোলন৷এমন ঘটনা মেনে নেওয়া যাবে না বলেই দলের তরফে আন্দোলন করা হচ্ছে।

এদিন হরিরামপুর ব্লকের হাইরোড ও গৌকর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকায় পেট্রোপণ্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামে শাসকদলের নেতা কর্মীরা। সেখানে আইনজীবী তথা তৃণমুল নেতা চিরঞ্জিব মিত্র সহ একাধিক তৃণমুল নেতারা উপস্থিত ছিলেন। এবিষয়ে আইনজীবী তথা তৃণমুল নেতা চিরঞ্জিব মিত্র জানিয়েছেন,যেভাবে কেন্দ্রীয় সরকার মানুষজনদের উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে সেই কারণেই এমন আন্দোলনে নামাহয়েছে।

দলের তরফে গোকর্ণ স্ট্যান্ডে উপস্থিত নেতৃত্বদের তরফে বৃক্ষরোপন করা সহ একাধিক কর্মসুচি পালন করা হয় নেতাদের দিয়ে। তৃণমুলের এমন আন্দোলনে ভিড় হয়েছিল ভালোই ।