শিলিগুড়ি:-পেঙ্গুলিন আঁশ সহ পেঙ্গুলিন পাচার করার আগে উদ্ধার করল বন দফতর।গোপন সুত্রের খবরের ভিত্তিতে গজোল ডোবা এলাকায় হানা দেয় বনকর্মীরা।বনকর্মীদের কাছে খবর ছিল যে বনপ্রান প্রচারের চেষ্টা করা হচ্ছে।সেই মত তারা তল্লাশি শুরু করে।

তল্লাশি চালিয়ে একটি জীবণ্ত পেঙ্গুলিন ও আঁশ উদ্ধার করে বন দফতর।বনদফতর সুত্রে জানা গিয়েছে,পাচারের উদ্দেশ্য তিন যুবক পেঙ্গুলিন নিয়ে এসে ছিল।

ধৃত তিন জনের বাড়ী জলপাইগুড়িতে। ধৃতরা হল সুনিল ওরাও,মিজানুর রহমান ও আমজাদ হুসেন।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে বনদফতর সুত্রে জানা গিয়েছে।।