পৃথক দুটি পথ দূর্ঘটনায় গুরুতর আহত হলো ৭ বাইক আরোহী। এদিন দুপুরে দূর্ঘটনাটি ঘটে ইটাহার থানার সদর বিধিবাড়ি এলাকায় ১২ নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানাযায়, এদিন বিধিবাড়ি গ্রামের বাসিন্দা রাজা আলী(২২), সোহিদ আলম(১৮), রহিমূল ইসলাম(১৭) বিধিবাড়ি থেকে মোটর বাইক নিয়ে ইটাহারে কাজে আসছিল সেই সময় রমজান আলী(২৪) ও সিরাজ আলী(৪৫) ইটাহার থেকে কাজ সেরে বিধিবাড়ি যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে এই সংঘর্ষ ঘটে। এদিন দূর্ঘটনার ফলে ব্যপক চাঞ্চল্য ছড়ায় ইটাহারে। স্থানীয় বাসিন্দারা আহত ৫ জন বাইক আরোহীকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় সকলকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
অন্যদিকে ইটাহার থানার বনকূর এলাকার দুই শ্রমিক বাইক নিয়ে জাতীয় সড়ক ধরে পার্শবর্তী দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার সৈয়দপুর এলাকায় ঠিকাদারের কাছে কাজের টাকা আনতে যাচ্ছিল। সেই সময় ইটাহার থানার সদর বাগবাড়ি এলাকায় ট্রাকটরের সঙ্গে সংঘর্ষ হলে দুই জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। পৃথক দুটি পথ দূর্ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। ঘাটত মোটর বাইকগুলি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
















