শীতল চক্রবর্তী,গঙ্গার|মপুর,৬ মে : পৃথক দুটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হল দুই জনের পুলিশ আনিয়েছে মৃতরা হলেন নাহষণ কিস্কু (৩৫)জাকির মিঁয়া (৫৭)
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার জলিলপুরে বাসিন্দা জাকির মিঁয়া। পেশায় তিনি শ্রমিক। পরিবারের দুই ছেলে ভিন রাজ্যের শ্রমিক। বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন। এদিন পারিবারিক বিবাদ হওয়ায় নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন। বেশ কিছু সময় পর বিষয়টি নজরে আসতে আসে। খবর দেওয়া হয় পুলিশে। গঙ্গারামপুর থানার পুলিশ প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
অপর দিকে তপন থানার রামচন্দ্রপুর এলাকায় যুবক নাহষণ কিস্কু গত শুক্রবার বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাকে উদ্ধার করে প্রথমে তপন গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থান্তারিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন তাঁর মৃত্যু হয়|
গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়