রায়গঞ্জ:—-পূজোর মরশুমেও বন্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান, রায়গঞ্জে অসহায় শিল্পীরা প্রশাসনের দ্বারস্থ হলেন। করোনা আবহে বন্ধ হয়ে রয়েছে সমস্ত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনকি পূজো উপলক্ষ্যে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবেনা। ফলে চরম সমস্যায় পড়েছেন সঙ্গীতের সাথে যুক্ত সঙ্গীতশিল্পী ও যন্ত্রশিল্পীরা। রায়গঞ্জ শহরের শিল্পীরা প্রশাসনের দ্বারস্থ হয়ে সরকারি সাহায্যের দাবি তুললেন।
মূলত উৎসবের মরশুমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করে বা বাদ্যযন্ত্র বাজিয়ে যা উপার্জন হয় তা দিয়েই তাঁদের সংসার চলে। তবে বর্তমানে যা অবস্থা, তাতে উপার্জন একেবারেই বন্ধ। করোনার আনলক পর্বে ধীরে ধীরে সবকিছু চালু হয়ে গেলেও সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি এখনও মেলেনি। এদিন তাই সরকারি সাহায্য প্রার্থনা করে প্রশাসনের দ্বারস্থ হলেন ” উত্তর দিনাজপুর মুক্ত মঞ্চ শিল্পী গোষ্ঠী “। তাঁদের দাবি সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও, সাংস্কৃতিক অনুষ্ঠান চালু না হলে তাঁদের উপার্জন হচ্ছেনা। তাই জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে স্মারকলিপি প্রদান করেন শিল্পীরা। তাঁরা চান বিষয়টি নিয়ে অবিলম্বে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রানা দেবদাস জানিয়েছেন, শিল্পীরা তাদের সমস্যা নিয়ে স্মারকলিপি দিয়েছেন। পূজোর মরশুমে বিভিন্ন জায়গায় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেওয়ার জন্য তাঁরা আবেদন রেখেছেন। তাদের দাবি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।