পূজার আগে নিয়োগের দাবিতে ২০১৪ সালের টেট পাস প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের বিক্ষোভ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর বাড়িতে।

0
389

কোচবিহার:- পূজার আগে নিয়োগের দাবিতে ২০১৪ সালের টেট পাস প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীদের বিক্ষোভ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর বাড়িতে। যাকে ঘিরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হাটিয়ে দেয়। পরে বিক্ষোভকারীদের মধ্যে ১৭জনকে আটক করে পুলিশ। বিক্ষোভকারীরা জানায় ২০১৪ সালের টেট উর্ত্তীন প্রাথমিক চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন নিয়োগ করার। কিন্তু পর্ষদ সভাপতি নিয়োগে দুর্নীতি করে টেট পাশ না করলেও তলে তলে নিয়োগ করাচ্ছেন। ফলে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণে এনিয়েই উত্তরবঙ্গের ২০১৪ সালের পাস টেট পাশ করা চাকরি প্রার্থীরা মিলিত হয়ে সোমবার সকালে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে ডেপুটেশন দিতে আসেন। মন্ত্রী বাড়িতে না থাকায় পরবর্তীতে বাড়ির পক্ষ থেকে কেউ ডেপুটেশন গ্রহন না করায় বিক্ষোভ শুরু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাঁধা দিলে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় আন্দোলনকারীরা। যদিও পুলিশ আন্দোলনকারীদের মন্ত্রীর বাড়ি থেকে হটিয়ে দেন। এনিয়ে আন্দোলনকারীরা জানান আমরা আসার খবর পেয়েই মন্ত্রী বাড়ি ছেড়েছেন। জনগণের প্রতিনিধি হয়ে আমাদের দাবিপত্র নিচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here