শিলিগুড়ি:-পুলিশ সেজে আপরাধ করার আগে প্রধান নগর থানার পুলিশ গ্রেফতার করল তিন জনকে।পুলিশ সুত্রে জানা গিয়েছে শিলিগুড়ির শালবাড়ী এলাকায় নাকা চেকিং এর সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়ীতে তল্লাশি করে তারা।সেই সময় গাড়ীতে থাকা উত্তরপ্রদেশের পুলিশের পোষাক পড়া এক ব্যাক্তিকে দেখে তাদের সন্দেহ হয়।গাড়ীতে থাকা ওই ব্যাক্তিকে জিঞ্জাসাবাদ করলে প্রধান নগর থানার পুলিশের সন্দেহ হয়। তাদের থানায় নিয়ে আসা হয়।জেরার মুখে তারা স্বীকার করে যে টোল কর ফাঁকি দেওয়ার জন্য তারা পুলিশের পোষাক ব্যবহার করেছে।গাড়িটিতে তল্লাশি করে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার হয়।প্রধান নগর থানার পুলিশের অনুমান তারা বড় কোন অপরাধ করার উদ্দেশ্য ছিল।ধৃত সরতাজ আলি, মহম্মদ মহেতাব ও হরিওম পান্ডে উত্তর প্রদেশের বাসিন্দা।ধৃত তিনজন কে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।ধৃতদের জিঞ্জাসা বাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানায়।