পুলিশ দিয়ে ভোট হবে, না চৌকিদার দিয়ে ভোট হবে ঠিক করুক কমিশন। পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হুশিয়ারি দিয়ে কৌশলে কেন্দ্রীয় বাহিনীর দাবি সুকান্ত মজুমদারের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ অক্টোবর— পঞ্চায়েত নির্বাচনের আগেই কৌশলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে সাওয়াল করলেন বিজেপির রাজ্য সভাপতি। রবিবার বালুরঘাটে সাংবাদিকদের সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে থাকুক। শান্তিপূর্ণ ভোট হোক। কিন্তু একজন মায়ের কোলও যেন খালি না হয়। পুলিশ দিয়ে ভোট হবে না চৌকিদার দিয়ে ভোট হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। তবে একজনেরও যাতে মৃত্যু না হয়, সেটা দেখতে হবে নির্বাচন কমিশনকে। তা নাহলে আমরা মহামান্য আদালতের কাছে যাবো।
কালীপুজোর পরে পঞ্চায়েত ভোটের তোড়জোড় শুরু হবার কথা থাকলেও তার অনেক আগে থেকেই মাঠে নেমে জোর প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। রবিবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বালুরঘাটে রাজ্য বিজেপি সভাপতির উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক সারেন নেতৃত্বরা। বালুরঘাটের জেলা বিজেপির কার্যালয়ে এদিন ওই বৈঠকে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার নেতৃত্ব ও বিধায়করা। যেখানেই ঠিক করা হয় পঞ্চায়েত ভোটের একাধিক রনকৌশল। শুধু তাই নয়, আগামীতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছোট ছোট বৈঠক করে বুথ পর্যন্ত সেই রনকৌশলের বার্তা কর্মীদের কাছে পৌছাবে নেতৃত্বরা, এমনটাও আলোচনা হয়েছে এদিন। যে বৈঠকে যোগ দেবার আগেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে কিছুটা হুশিয়ারি দিয়ে কৌশলে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।