চাঁচল:–
পুলিশ দিবস উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিল মালদহে চাচল থানার পুলিশ। আদিবাসী অধ্যুষিত এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হলো এ দিন। মালদা জেলা পুলিশ প্রশাসন ও চাচোল থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করলেন চাচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ। এদিন চাচল থানার নিজের দপ্তরে 3 জন ছাত্রছাত্রীদে পাঠ্যপুস্তক তুলে দেন। মূলত চাচোল থানা আদিবাসী অধ্যুষিত এলাকা ওকাপিয়া এলাকার দুস্থ মেধা ছাত্র-ছাত্রীদের মধ্যে ওই পাঠ্যপুস্তক বিতরণ করেন।