পুলিশ দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিনটি পালন

0
41

পুলিশ দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে ফুলবাড়ী এলাকায় বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে দিনটি পালন করা হল শীতল চক্রবর্তী বালুরঘাট ১ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।পুলিশ দিবসকে সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হল।দক্ষিণ দিনাজপূর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক পুলিশের তরফে ফুলবাড়ী এলাকায় কর্মসূচি পালন করা হয়। নাচ-গান, বিভিন্ন ধরনের রবীন্দ্র সংগীত, কুইজ প্রতিযোগিতা, সিভিক ও ট্রাফিক পুলিশদের হেলমেট বিলি করা, সেই সঙ্গে দুস্থ পরিবারদের ,৩০জনকে বস্ত্রদান করা হয়। ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস, ফুলবাড়ী ফাঁড়ির ওসি আশিরুল হক, ফুলবাড়ি ট্রাফিক পুলিশের এসআই অমূল্য বর্মন ,আব্দুল মজিদ সরকার ,রাজেশ চোবে সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন। ফুলবাড়ী হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস ও রামপুর ফাঁদ ওসি আসিরুল হকেরা বলেন,”পুলিশ দিবসের দিনে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিনটি পালন করা হলো ফুলবাড়িতে। প্রচুর মানুষজন উপস্থিত ছিলেন।” ট্রাফিক পুলিশের রেদিনের অনুষ্ঠানে ব্যাপক পরিমাণে ভিড় হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here