পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের এক পান্ডা।তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন।

0
220

পুলিশের জালে আন্তর্জাতিক অসাধু চক্রের এক পান্ডা।তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন।

শিলিগুড়ি:-

ছিল মোবাইল ও জেরক্স এর দোকান।তবে বৃহস্পতিবার সেই ব্যাক্তি পুলিশের জালে ধরা পরতেই উদঘাটন হল আসল রহস্যর।জটিয়াকালী বাজারে মোবাইল,জেরক্স এর দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্যাসীকাটা নিবাসী সাব্বির আলী।বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথ ভাবে হানা দেয় সাব্বির আলীর দোকানে।দোকানে তল্লাশি চালিয়ে একাধিক সিম কার্ড,সিমবক্স ভুয়ো আধার কার্ড,ভোটার কার্ড,সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেসিন উদ্ধার করে।নকল আধার,ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যাবহারের জন্য সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশের অনুমান কোন আন্তর্জাতিক অসাধু চক্রের সঙ্গে সাব্বিরের যোগাযোগ রয়েছে।ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে,সাব্বির আলিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উদ্ধার করতে সমর্থ হয়েছে।তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় এনজেপি থানার পুলিশের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here