পুলিশি পাহারাকে চ্যালেঞ্জ, একইরাতে দুইটি মোটরবাইক শোরুমে দুঃসাহসিক চুরি!

0
202

পুলিশি পাহারাকে চ্যালেঞ্জ, একইরাতে দুইটি মোটরবাইক শোরুমে দুঃসাহসিক চুরি! আতঙ্কে কুমারগঞ্জের ব্যবসায়ীরা

বালুরঘাট, ১৯ জুলাই —— পুলিশি প্রহরা, রাতের টহল—সব কিছুকে কার্যত উপেক্ষা করেই ফের চোরের তাণ্ডবে কেঁপে উঠল কুমারগঞ্জ। মাত্র কয়েকদিন আগেই একই রাতে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে চুরির চেষ্টায় তোলপাড় হয়েছিল গোটা ব্লক। তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার গভীর রাতে ফের একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এবার নিশানা করা হয়েছে গোপালগঞ্জ এলাকার দুই নামী মোটর বাইকের শোরুম। শনিবার সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গে সামনে আসে ভয়ঙ্কর চুরির ছবি।

শোরুম মালিক সাগর কুমার সরকার জানান, দোতলার টিনের দরজা কেটে ভেতরে ঢোকে চোরের দল। তারপর একের পর এক তালা ভেঙে লুটপাট চালায় তারা। দোকানের সমস্ত কিছু তছনছ করা, কাগজপত্র ছড়ানো— সিসিটিভির ফুটেজ দেখে স্তম্ভিত হয়ে যান তারা। তিনটি দামি মোবাইল, ট্যাব, নগদ টাকা সহ বহু জিনিসপত্র খোয়া গেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে দুইটি শোরুমের তরফে।

এদিন যে খবর পেয়ে এলাকায় পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, তদন্ত শুরু করা হয়েছে।

কিন্তু প্রশ্ন উঠছে, রাতভর পুলিশের টহল কোথায় ছিল? কড়া নজরদারি থাকলেও কীভাবে এই ঘটনার পর দুষ্কৃতির দল নির্বিঘ্নে পালিয়ে যেতে পারল?

এদিকে, একই ব্লকে একের পর এক সরকারি অফিস, তারপর শোরুমে চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরাও। তাদের আশঙ্কা, প্রশাসনের গাফিলতির সুযোগে ফের বড়সড় কিছু ঘটে যেতে পারে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দ্রুত কড়া পদক্ষেপের দাবি তুলেছেন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here