রায়গঞ্জ:—–পুরোহিত ভাতা দেওয়ার নাম করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা আইএনটিটিইউসি’র জেলা সভাপতি অরিন্দম সরকারের সামনেই তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’ র পতাকা হাতে তুলে দেওয়ার ঘটনায় ক্ষুদ্ধ রায়গঞ্জ শহরের পুরোহিত সমাজ। ক্ষুদ্ধ পুরোহিত সমাজ তাদের পুরানো সংগঠন ” পুরোহিত কল্যান সমিতি ” ভেঙে গড়ে তুললেন অরাজনৈতিক নতুন সংগঠন ” পুরোহিত কল্যান পরিষদ “। পুরোহিত সমাজের দাবি তাঁরা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের মানুষের ধর্মীয় অনুষ্ঠানের কাজ করেন। তাঁদের পুরোহিতদের সংগঠন সরাসরি কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারেনা। আর সেই কারনেই গত ১৯ তারীখের সভায় যেসব পুরোহিতদের হাতে আইএনটিটিইউসি’র পতাকা তুলে দেওয়া হয়েছে তার বিরোধিতা করছে রায়গঞ্জের পুরোহিতদের সংগঠন পুরোহিত কল্যান পরিষদ। পুরোহিতদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেদিনের বৈঠকে উপস্থিত থাকা আইএনটিটিইউসি’র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার। তবে তিনি এও জানান সেদিন যে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল তা পুরোহিত সমাজের অনুমোদন সাপেক্ষেই করা হয়েছিল।

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের পুরোহিত সমাজকে ১০০০ টাকা ভাতা দেওয়ার কথা ঘোষনা করেন। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনাকে স্বাগত জানিয়েছিলেন পুরোহিত সমাজ। পুরোহিতদের রাজ্য সরকারের এই ভাতা পাওয়ার বিষয় নিয়ে গত ১৯ সেপ্টেম্বর রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বন্দর কালীমন্দিরে একটি সভার আহ্বান করেছিল রায়গঞ্জের পুরোহিতদের সংগঠন ” পুরোহিত কল্যান সমিতি “। সেই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা আইএনটিটিইউসি’র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার। সভা শেষে অরিন্দম বাবুর উপস্থিতিতেই পুরোহিতদের হাতে আইএনটিটিইউসি’র পতাকা তুলে দেন তৃনমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। পুরোহিত সমাজকে একটি বিষেষ রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে দেওয়ার ঘটনা নিয়ে সোচ্চার হয়ে ওঠেন রায়গঞ্জ শহরের পুরোহিতেরা। সেদিন তাঁরা কোনও প্রতিবাদ বা কথা না বললেও বুধবার রায়গঞ্জের বন্দর কালীমন্দিরে রায়গঞ্জের সর্বস্তরের পুরোহিত জমায়েত হয়ে পুরোহিতদের পুরানো সংগঠন ” পুরোহিত কল্যান সমিতি ” ভেঙে নতুন সংগঠন ” পুরোহিত কল্যান পরিষদ ” গঠন করেন। পুরোহিত কল্যান পরিষদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে নতুন কমিটি গঠনের কথা ঘোষনার পাশাপাশি গত ১৯ তারীখে পুরোহিতদের হাতে আইএনটিটিইউসি’র পতাকা তুলে দেওয়ার ঘটনার বিরোধীতা করা হয়। রায়গঞ্জের পুরোহিত কল্যান পরিষদের সভাপতি রতন চক্রবর্তী জানিয়েছেন, আমরা সব রাজনৈতিক দলের মানুষের কাজ করে থাকি। আমরা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অধীনে কাজ করতে পারিনা। আমরা আমাদের পুরোহিত কল্যান পরিষদ পুরোহিতদের উন্নয়নে কাজ করবে। পুরোহিত সমাজের আজকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র উত্তর দিনাজপুর জেলা সভাপতি অরিন্দম সরকার।