কোচবিহার:–পুরানো শত্রুতা ও পারিবারিক বিবাদের জেরে খুন হল তৃনমূল কংগ্রেস কর্মী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোচবিহার উত্তর বিধানসভার খোলটা মারিচবারী গ্রাম পঞ্চায়েত এলাকায় । মৃত তৃনমূল কর্মীর নাম নধিরাম মন্ডল ।এদিন রাতে মৃত তৃনমূল কর্মী বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় পাশে রক্তাক্ত অবস্থায় তার দেহ দেখতে পায় স্থানীয়রা । খবর দেওয়া হয় পুন্ডিবাড়ী থানা পুলিশকে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে আসে । পুলিশ সূত্র খবর পারিবারিক বিবাদের কারনে খুনের ঘটনা হতে পারে ।একজন কে আটক করা হয়েছে ।গোটা ঘটনার তদনত শুরু করেছে পুলিশ ।