পুরসভা নির্বাচন সহ মহকুমা পরিষদ নির্বাচন আদায়ের লক্ষ্যে আগামী ৪ জানুয়ারী শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজী মূর্তির সামনে রাতদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে জেলা বামফ্রন্ট।

0
245

শিলিগুড়ি:-পুরসভা নির্বাচন সহ মহকুমা পরিষদ নির্বাচন আদায়ের লক্ষ্যে আগামী ৪ জানুয়ারী শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজী মূর্তির সামনে রাতদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে জেলা বামফ্রন্ট।শনিবার জেলা কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানান দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক।এছাড়া উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক জীবেশ সরকার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য, মুকুল সেনগুপ্ত শরদিন্দু চক্রবর্তী।পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যেই মানুষের হয়রানী বন্ধ করার প্রতিবাদে শিলিগুড়ি সমস্ত বোরো অফিস অভিযান করে কৈফিয়ত চাইবে জেলা বামফ্রন্ট।এক কথায় পুরসভা নির্বাচনের আগে মানুষের আস্থা ফিরে পেতে আন্দোলনকে হাতিয়ার করছে বামফ্রন্ট।আন্দোলনকর রূপরেখার মাধ্যমেই জনসমর্থন আদায় করে ফেরপুরসভা ও মহকুমা পরিষদ দখল করবে বলে আত্মবিশ্বাসী জেলা বামফ্রন্ট।এদিন নতুন জেলা কমিটির প্রথম সাংবাদিক সম্মেলন।জেলা কমিটির নতুন সম্পাদক সমন পাঠকের আন্দোলনের ওপর জোড় দিয়ে বামেদের হৃৎজনসমর্থন পুনরুদ্ধারের সিদ্ধান্তকে সাধুবাদ জানান অশোক ভট্টাচার্য।অশোক ভট্টাচার্য বলেন,নির্বাচন আদায় করার লক্ষ্যে ২৪ ঘনৃটা নয় আগামীতে প্রয়োজনে ৪৮ ঘন্টা অবস্থান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here