পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো।

0
299

জলপাইগুড়ি:- পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানালেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এর ফলে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড এ সৃষ্টি হওয়া দুর্গন্ধ অনেকাংশেই কমবে বলে জানান তিনি। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে যা আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ডাম্পিং গ্রাউন্ড এর বর্জ্য পদার্থগুলোকে পৃথকীকরণের কাজ শুরু হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে। বরাত প্রাপ্ত কোম্পানিকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বর্জ্য পদার্থ থেকে প্লাস্টিক জাতীয় বস্তু আলাদা করছেন। এর ফলে শুধুমাত্র পচনশীল পদার্থ রয়ে যাবে। এই পদ্ধতিতে এলাকায় একেবারেই দুর্গন্ধ থাকবে না বলে জানিয়েছেন সন্দীপবাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here