হরিরামপুর: পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে মোট তিনটি নতুন রাস্তার উদ্বোধন করা হয় খুশি এলাকাবাসী।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে মোট তিনটি গুরুত্বপূর্ণ নতুন রাস্তার উদ্বোধন করলেন হরিরামপুর বিধানসভার বিধায়ক ও রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। মঙ্গলবার তিনি ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তা তিনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনটি রাস্তা নির্মাণে মোট বরাদ্দকৃত অর্থ প্রায় ৩ কোটি ১২ লক্ষ ২৫ হাজার টাকা।
জানা গিয়েছে,পুন্ডরী গ্রাম পঞ্চায়েতের পান্নাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে হাজরাপুকুর পর্যন্ত প্রায় ২.৪০ কিলোমিটার ও পুন্ডরী উচ্চ বিদ্যালয় থেকে ভাঙ্গা দিঘী পর্যন্ত ২.১০ কিলোমিটার ও কুতুবপুর থেকে কেশরাইল পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের উপর রাস্তার উদ্বোধন করা হয় এদিন।
দীর্ঘদিনের দাবি ছিল ওই তিনটি রাস্তার,যা এলাকার বিধায়ক পূরণ করায় খুশি গ্রামবাসীরা।
এদিনের রাস্তা উদ্বোধনে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, জেলার অন্যতম নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার, হরিরামপুর ব্লক তৃণমূলের ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা মনোজিৎ দাস, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া, সহ সভাপতি ফিরোজ আলম, হরিরামপুর ব্লক তৃণমূল নেতা তোফাজ্জল হোসেন, সহ আরো অনেকেই,
বাইট – বিপ্লব মিত্র (হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী)




















