পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী

0
230

বাইকে করে আলিপুরদুয়ার শহরের পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী

আলিপুরদুয়ার- শুক্রবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের বাইকে করে শহরের রাস্তায় বেরিয়ে পড়লেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। জানাগেছে হাতে গোনা আর কয়েক দিন বাকি। এরপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শুরু। পুজোয় আলিপুরদুয়ার শহরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন সমাগম হবে। সেই সময় বিভিন্ন পুজো মান্ডপগুলির সামনে ব্যাপক যানজট দেখা দিতে পারে। সেই ঘটনায় আলিপুরদুয়ার শহরের বিভিন্ন বড় আয়োজিত দুর্গাপূজা কমিটি গুলিকে ট্রাফিক নিয়ন্ত্রণের স্বার্থে একাধিক নির্দেশ দেয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন সেই ঘটনায় ঘরের বড় বাজেটের এবং বিখ্যাত দুর্গাপূজা মন্ডপগুলিতে পরিকাঠামগত বিষয় খতিয়ে দেখতে জেলার অন্যান্য পুলিশ আধিকারিকদের নিয়ে রাস্তাঘাট ও বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। এদিন জেলা পুলিশ সুপারের সঙ্গে পরিদর্শনে সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অসীম খান, মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি ও ট্রাফিক ডিএসপি সহ অন্যান্য আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here