বালুরঘাট, ২১ সেপ্টেম্বর —- পুজোর আগে বেতন ও বোনাসের দাবি নিয়ে কর্মবিরতিতে নামলেন বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা। লাটে উঠল হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা। রবিবার দুপুরে এই ঘটনা জানিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভও করেন তারা। যাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের অভিযোগ, সঠিক সময়ে বেতন পাচ্ছেন না তারা। আর যে কারনে পুজোর আগে বেতন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সকলের মধ্যে। মিলছে না বোনাসও। যার প্রতিবাদেই এদিন কর্মবিরতির মাধ্যমে আন্দোলনে নেমেছেন তারা বলেই দাবি করেছেন বিক্ষোভকারীরা।
সাফাইকর্মী মানসী মন্ডল ও অর্চনা সাহা চক্রবর্তীরা বলেন, জুলাই মাসের পর হাসপাতালের ১৯০ জন অস্থায়ী কর্মী কেউই বেতন পায়নি। প্রতি মাসের ১০ তারিখে বেতন পাবার কথা থাকলেও তা মিলছে না। পুজোর মুখে বেতন ও বোনাস এই দুই নিয়ে চরম অনিশ্চয়তা থেকেই প্রতিবাদে নেমেছেন তারা। কাজ বন্ধ করে এদিন বিক্ষোভ দেখিয়েছেন সকলেই।
যদিও অস্থায়ী কর্মীদের কর্মবিরতির কথা অস্বীকার করেছেন ওই বেসরকারি সংস্থার এক দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা গোপাল রায়। তার দাবি, কর্মীরা কর্মবিরতি করবে না। একটা সমস্যা রয়েছে, তবে আগামী সপ্তাহেই তা মিটে যাবে।
যদিও এই ঘটনা নিয়ে বালুরঘাট হাসপাতাল সুপারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোন করলেও তার ফোনে কোন সদুত্তর মেলে না