টোটো চলাচলে বিধিনিষেধ! ড্রোন-সিসিটিভির নজরদারিতে এবারের দুর্গোৎসব — পুজোর গাইড ম্যাপ প্রকাশ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের
বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর — দুর্গোৎসবের ভিড়ে শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে আবারও বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। প্রতি বছরের মতো এবছরও টোটো চলাচলের বিধিনিষেধ আরোপ করেই প্রকাশ করা হলো পুজো গাইড ম্যাপ। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক বৈঠকে গাইড ম্যাপ প্রকাশ করেন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্ত্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি সদর বিক্রম প্রসাদ, ট্রাফিক ডিএসপি বিল্ব মঙ্গল সাহা-সহ অন্যান্য আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, মূলত বালুরঘাট ও গঙ্গারামপুর শহরে টোটো চলাচলে নিয়ন্ত্রণ এনে যানজট সামলানো হবে। দুর্গাপুজোর দিনগুলোতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ক্যাম্প খোলা হবে, কার্যত অস্থায়ী থানার মতো নজরদারি চালাবে পুলিশ। দর্শনার্থীদের সুরক্ষায় থাকবে সাদা পোশাকের পুলিশ, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন টহল। এ ছাড়াও হিলি সীমান্ত ব্লকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন, “দর্শনার্থীদের সুরক্ষা ও নির্বিঘ্নে পুজো উপভোগ নিশ্চিত করতে আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি। জাতীয় সড়কেও বিশেষ নজরদারি থাকবে। টোটোর যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কঠোর পদক্ষেপ নেবে।”
পুজোয় উৎসবের আমেজের পাশাপাশি নিরাপত্তা ঘিরে যে কড়াকড়ি জারি করেছে জেলা পুলিশ, তা উৎসবকে আরও স্বস্তিদায়ক করে তুলবে বলেই মনে করছেন জেলার সাধারণ মানুষ।