বালুরঘাট, ২৭ আগষ্ট –– বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল এক মূক ও বধির শিশুর দেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের পন্ডিতপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর নাম শুভ সরকার (৮)।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ ছিল শুভ। চারদিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। যে অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় তল্লাশি চালাতে শুরু করে। রাতেই বাড়ির পাশের একটি পুকুর থেকে ভেসে ওঠে শিশুটির দেহ। পুলিশ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকালে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনাবশত পুকুরে পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই শিশুর। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। গোটা পন্ডিতপুর গ্রামজুড়েই নেমে এসেছে শোকের ছায়া।
মৃতের দাদা রাজকৃষ্ণ সরকার বলেন, “সকাল থেকেই নিখোঁজ ছিল ভাই। পরে পুলিশ এসে বাড়ির পাশের পুকুর থেকে তার দেহ উদ্ধার করে।