রায়গঞ্জ:—--পুকুরে স্নান করতে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ধুনকর শিল্পীর। ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাহারাইল গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ বুধন, বাড়ি বিহারের সমসতিপুর এলাকায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বিহারের সমসতিপুরের বাসিন্দা পেশায় ধুনকর মহম্মদ বুধন হেমতাবাদের বাহারাইল গ্রামে প্রতি বছরের মতো এবছরেরও লেপ তৈরীর কাজ করতে এসেছিলেন।গতকাল বিকালে স্থানীয় একটি পুকুরের স্নান করতে যান। স্না৷ করতে আচমকাই পুকুরের জলে তলিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা দীর্ঘক্ষন মহম্মদ বুধনকে খোঁজাখুজি করে তাকে উদ্ধার করতে পারে নি। বুধবার সকালে মহম্মদ বুধনের মৃতদেহটি ভেষে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হেমতাবাদ থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়।একটি অস্বাভাবিক মামলা ঋজু হয়েছে হেমতাবাদ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ