পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ ডিসেম্বর ———- পিকনিক খেয়ে অনুষ্ঠান বাড়ি যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পতিরামের ঠাকুরপুরা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম রসিদ দেওয়ান। বাড়ি হিলির শ্রীরামপুর এলাকায়।
ওইদিন রাতে শ্রীরামপুর এলাকায় একটি পিকনিকে যোগ দেয় রসিদ। যেখান থেকে মোটর বাইক চালিয়ে কুমারগ্রামে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিল সে। পথে ঠাকুরপুরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে যুবক। দুমড়ে মুচড়ে যায় মোটর বাইকটি।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ওই যুবককে স্থানীয়রা বালুরঘাট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তে নেমেছে পতিরাম থানার পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উলটো দিক থেকে আসা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষেই এই দুর্ঘটনা।
মৃতের ভাই ইসমাইল দেওয়ান বলেন, পিকনিক খেয়ে কুমারগ্রামে অনুষ্ঠান বাড়িতে যাবার পথেই দুর্ঘটনার কবলে পড়ে সে। রাস্তায় মৃত্যু হয়েছে তার।