পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে উদ্ধার প্রচুর গাঁজা। ধৃত গাড়ির চালক।ধৃতকে ৭ দিনের রিমান্ডের আবেদন।

0
478

শিলিগুড়ি:-পিকআপ ভ্যানের গোপন চেম্বার থেকে উদ্ধার প্রচুর গাঁজা। ধৃত গাড়ির চালক।ধৃতকে ৭ দিনের রিমান্ডের আবেদন।পিকআপ ভ্যানে গোপন চেম্বার বানিয়ে গাজা পাচার এখন নিত্যদিনের।মাঝে মধ্যই এমনই কারবারে পুলিশের জালে গ্রেপ্তার হয় পাচারকারী।তার পরেও চলে অবাধে এই ব্যাবসা।বৃহস্পতিবার ফের এমনই গাঁজা চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।তার কাছ উদ্ধার হয় ৫৯ কিলো গাঁজা।

পুলিশ সুত্রে জানাগেছে,কুচবিহার থেকে পিকআপ ভ্যানের গোপন চেম্বারে গাঁজা নিয়ে বিহারের উদ্যশ্য যাচ্ছিল শিলিগুড়ি শান্তিপাড়ার বাসিন্দা গৌড় দাস।মাঝে রাত্রে গাড়ি নিয়ে সে শান্তিপাড়ার নিজের বাড়িতে আসে।গোপন সুত্রের ভিত্তিতে সেখানেই গাড়ি সমেত তাকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here