শিলিগুড়ি:-
পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান ও গোর্খাদের পরিচয় সংকট নিয়ে মুখ খুললেন পাহাড়ের অন্যতম কংগ্রেসের জেলা সম্পাদক অভিরাজ সুব্বা।তার বক্তব্য,দীর্ঘদিন ধরে পাহাড়ের রাজনৈতিক অস্থিরতা চলছে।সেইসঙ্গে স্বাধীনতার উত্তরাত্তর দার্জিলিং,মিরিক,কার্শিয়াং,কালিম্পঙ সহ গোটা পার্বত্য অঞ্চলের অধিবাসিদের গোটা দেশ সহ বিদেশের মাটিতেও স্বতন্ত্র পরিচয় নিয়ে একটা দীর্ঘ সংকট রয়েই গেছে।যেহুতু পার্শবর্তি দেশ নেপাল ও পশ্চিমবাংলার পাহাড়ের মানুষদের বাহ্যিক আকার,আকৃতি ও গঠন একই,সেহুতু সবার কাছেই পাহাড়ের মানুষেরা নেপালি বা নেপালের অধিবাসি বা চীনের নাগরিক হিসেবে পরিচয় পায়।সেটা পাহাড়ের মানুষদের সন্মানের হানি হয়।ফলে পাহাড়ের মানিষদের দীর্ঘদিনের এই পরিচয় সংকট রয়েই গেছে।তাই তার দাবী কেন্দ্র ও রাজ্য সরকার পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের পাশাপাশি পরিচয় সংকট নিয়েও সক্রিয় ভুমিকা পালন করে এর একটা স্থায়ী সমাধানে স্বচেষ্ট হোক।