পালিয়ে যাওয়া ডাকাত দলের আরোও দুই পান্ডাকে গ্রেফতার করলো এন জে পি থানার পুলিশ।

0
435

শিলিগুড়ি:-পালিয়ে যাওয়া ডাকাত দলের আরোও দুই পান্ডাকে গ্রেফতার করলো এন জে পি থানার পুলিশ।বিশ্বকর্মা পুজার রাত্রে নৌকাঘাট সংলগ্ন মহানন্দা ব্রিজের উপর জরো হয়েছিল বেশ কয়েকজন দুস্কৃতি।গোপন সুত্রের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালালে পুলিশের চোখে ধুলো দিয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি এল টি দেশী আগ্নেয়াস্ত্র,একটি কার্তুজ,সহ বেশ কিছু ধারালো অস্ত্র।পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে নৌকা ঘাট এলাকায় ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল তারা।এর পরই পুলিশের শুরু হয় পালিয়ে যাওয়া বাকি দুস্কৃতিদের খোঁজ।অবশেষে গত বুধবার ফুলবাড়ি চুনাভাটি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় জগদীশ রায় ও গুনা রায়কে।ধৃতদের বাড়ি এনজেপি থানার পঞ্চিম ধানতলার বাসিন্দা।বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।বাকিদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here