পালানোর চক্রান্ত ভেস্তে গেল!

0
154

পালানোর চক্রান্ত ভেস্তে গেল! মানিকচক থেকে উদ্ধার বালুরঘাটের শুভায়ন হোমের তিন নাবালক

বালুরঘাটের সরকারি শুভায়ন হোমের কড়া নজরদারি আর উঁচু পাচিল টপকে যে তিন নাবালক রবিবার গভীর রাতে চম্পট দিয়েছিল, তাদের দুঃসাহসিক পালানোর পরিকল্পনা শেষমেশ ভেস্তে গেল মালদার মানিকচকে। মঙ্গলবার ভোরে আন্তরাজ্য ঘাটে সন্দেহজনক ভঙ্গিতে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ আটক করে ওই তিন কিশোরকে। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বালুরঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।

পুলিশ সূত্রে খবর, পালানোর পরই প্রথমে একটি সাইকেল চুরি করে বালুরঘাট স্টেশনে পৌঁছয় তারা। সেখান থেকে ট্রেনে চেপে মালদা পৌঁছে যায় তিনজন। লক্ষ্য ছিল অন্য রাজ্যে পাড়ি জমানো। কিন্তু মানিকচকের ঘাটে আচরণে অসঙ্গতি চোখে পড়ে পুলিশের। প্রশ্নের মুখে পড়তেই ধরা পড়ে যায় তাদের পরিকল্পনা।

এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে শুভায়ন হোম কর্তৃপক্ষ। সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তারক্ষীর নজরদারি সত্ত্বেও কীভাবে একইসঙ্গে তিন আবাসিক পালাতে সক্ষম হল, তা নিয়েই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় মহলের প্রশ্ন, সরকারি হোমে যদি এমন ফাঁকফোকর থাকে, তবে ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনতে পারে।

এদিকে, বালুরঘাট থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না, কিংবা বাইরে থেকে কেউ সাহায্য করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here